শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

বাফেলোতে তুষারঝড়ে নিহত ১৬, উদ্ধারকর্মীরাও চাচ্ছেন সাহায্য

সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: বড়দিনের উৎসবে উচ্ছ্বাসিত নয় তীব্র তুষারপাতে বিপর্যস্থ হয়ে পড়েছে নিউইয়র্কের বাফেলো শহর। এখনও পর্যন্ত ১৬ জনের প্রাণহানি ঘটেছে এই ঝড়ে। এছাড়া উদ্ধার কাজে নিয়োজিতরাও পড়ছেন বিপাকে, দরকার হচ্ছে সাহায্য।

সোমবার ( ২৬ ডিসেম্বর ) পর্যন্ত ৪ ফুট পর্যন্ত বরফ জমেছে ওই অঞ্চলে। নিহত ১৬ জনের মধ্যে ১০ জন বাফেলো শহরে আর বাকি ৬ জন শহরের বাইরে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, এই ঝড় ১৯৭৭ সালের তুষারঝড়কে ছাড়িয়ে গেছে। আপনারা গাড়ি চলানো এড়িয়ে চলনি। যতটুকু সম্ভব বাসায় নিরাপদে থাকুন।

তিনি আরও বলেন, শহরের প্রায় প্রতিটি ফায়ার ট্রাক আটকা পড়েছে। বাফেলো বিমানবন্দরটি মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে।

কর্মকর্তারা বলেছেন, রাতের শেষ নাগাদ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রবিবার সকাল ৭টায় বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট তুষারপাত হয়েছে ৪৩ ইঞ্চি (১০৯ সেন্টিমিটার)।

এর আগে, গত শুক্রবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বাফেলোতে। রেকর্ড পরিমাণ সেই বৃষ্টিপাত পরে রুপ নেয় তীব্র তুষারঝড়ে।

আইআই/ সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন