নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের পূর্ব হারলেমে ডাকাতির সময় বার্গার কিংয়ের এক কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় উইনস্টন গ্লিন (৩০) নামে এক গৃহহীন ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে ব্রুকলিন থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর আগেও তার নামে বেশ কয়েকটি মামলা ছিলো।
পুলিশ জানায়, গ্লিন রবিবার লেক্সিংটন অ্যাভিনিউ থেকে ১১৬ নম্বর স্ট্রিটে বার্গার কিং-এ ঢুকে এবং রেস্টুরেন্টের ম্যানেজার এবং দুই গ্রাহকের একজনকে পিস্তল দিয়ে চাবুক মেরেছিল। এরপর টাকা দাবি করেন। বেরন-নিভস তাকে ১০০ ডলার দিয়েছিল। কিন্তু ম্যানেজারের ফোন চুরি করে নিয়ে যাওয়ার আগে সে তার পেটে গুলি করেছিল। হামলায় বার্গার কিং ম্যানেজার দুটি দাঁত হারিয়েছেন।
এইদিকে ইস্ট হারলেমের বার্গার কিং-এর বাইরে বৃহস্পতিবার রাতে একটি মোমবাতি প্রজ্জ্বলিত প্রার্থনা জাগরণ অনুষ্ঠিত হয়েছিল যেখানে ক্যাশিয়ার ক্রিস্টাল বেরন-নিভসকে হত্যায় জড়িতের দ্রুত বিচার দাবি করা হয়।
এর আগে, গত ৯ জানুয়ারি ভোরে লেক্সিংটন অ্যাভিনিউতে অবস্থিত বার্গার কিং-এ সশস্ত্র বন্দুকধারী ওই দোকানে প্রবেশ করে টাকা দাবি করে। এসময় কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ১৯ বছর বয়সী ক্রিস্টাল বেয়রন-নিভসের দেহে গুলি চালায় ওই ব্যক্তি। পরে আহত অবস্থায় ওই কর্মচারীকে মেট্রোপলিটন হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, গাঢ় বর্ণের এবং পাতলা গড়নের একজন ব্যক্তি মুখোশ ও কালো পোশাক পরিধান করা ছিলো। সে একটি কালো প্লাস্টিকের ব্যাগ বহন করেছিলো।
আইআই /সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন