চলমান ডেস্ক: লা লিগায় পিয়েরে এমেরিক আবামেয়াংয়ের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচের শুরুর দিকে গোলটি করেছিলেন আবামেয়াং। এ জয়ে শীর্ষ চারে থেকে লীগ শেষ করার সম্ভাবনাকে আরো জোড়ালো করল বার্সা। তবে কাতালান ক্লাবটির এ অগ্রাভিযান ফের বাঁধাগ্রস্ত হতে পারে। কারণ তাদের রক্ষণভাগকে গ্রাস করেছে ইনজুরি। দানি আলভেস, রোনাল্ড আরাউজো ও জেরার্ড পিকের সবাই কোন না কোন রকম সমস্যায় ভুগছেন। এমনকি জর্ডি আলবাকেও দেখা গেছে কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে।
চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য বৃহস্পতিবার (২১ এপ্রিল) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একটি বড় জয় পেতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তাদের ফিনিশিং ছিল খুবই দুর্বল। এমনকি প্রতিপক্ষের কয়েকটি আক্রমণ দারুন দক্ষতার সাথে প্রতিহত করেছেন গোল রক্ষক মার্স-আন্দ্রে টের স্টেগান।
খেলা শেষে জাভি বলেন,‘ বেশিরভাগ সময়ই তারা আমাদের উপর প্রাধান্য বিস্তার করে রেখেছিল। আমাদের চেয়ে বেশী সময় বলের দখল রেখেছে। তারা অসাধারণ একটি দল। শারিরিকভাবেও বেশ শক্তিশালী। এ জয়টি আমাদের জন্য দারুন এক অর্জন।’
এ জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ফিরেছে বার্সেলোনা। এক ম্যাচ হাতে রেখে পঞ্চম অবস্থানে থাকা রিয়াল বেতিসের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। এ ছাড়া তালিকার চতুর্থ স্থানে থাকা অ্যটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালানরা। বুধবার (২০ এপ্রিল) গ্রানাডার সাথে গোলশুন্য ড্র করেছিল অ্যাটলেটিকো।
এ দিকে, লেভান্তে সফরে গিয়ে স্বাগতিকদের ৩-২ গোলে পরাজিত করেছে সেভিয়া। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন তাদের মেক্সিকান তারকা টেকাটিটো। অন্য দিকে, বার্সেলোনাকে হারাতে পারলে শীর্ষ চারের প্রতিযোগিতায় যুক্ত হওয়ার সুযোগ ছিল রিয়াল সোসিয়েদাদের। তবে বৃহস্পতিবারের (২১ এপ্রিল) পরাজয়টি তাদের ওই সম্ভাবনা থেকে ছিটকে দিয়েছে। এখন ইউরোপা লিগ নিশ্চিতের চেস্টা করতে হবে ক্লাবটিকে। তালিকার চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে বর্তমানে ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে সোসিয়েদাদ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রিয়েলা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ১১তম মিনিটে গোল করেন আবামেয়াং। ফেরান তোরেসের যোগান থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। গত জানুয়ারিতে বার্সায় যোগ দেয়ার পর এটি ছিল আবামেয়াংয়ের ১১তম গোল। তবে সুনির্দিষ্ট এ গোলটি ছিল ক্লাবটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। কারণ ক্লাবটি অপ্রত্যাশিত সংকট থেকে মুক্তি পেতে চাইছিল।
ইউরোপা লিগে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ক্যাম্প ন্যুয়ে কাডিজের কাছে পরাজিত হওয়ার পর জাভি তার শীষ্যদের ‘নেতিবাচক মানসিকতা’ থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন,‘ আমরা মৌসুমের শেষ ভাগে। অনেক সংগ্রাম করতে হচ্ছে। অনেক ক্লান্তি, অনেক সমস্যা। আমাদের যে সুচি তাতে এটাই স্বাভাবিক।’
বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে রয়ো ভায়েকানো ১-০ গোলে এস্পানিয়ল ও অ্যাথলেটিক বিলবাও ৩-২ গোলে কাডিজের বিপক্ষে জয় পেয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন