ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল আসল ফাইনালের চেয়ে উত্তেজনায় কোনো দিক থেকেই কম নয়। একদিকে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), অন্যদিকে ক্লাব বিশ্বকাপের রেকর্ডধারী চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই ইউরোপীয় জায়ান্টের মহারণে উত্তেজনার পারদ চড়েছে চোখে পড়ার মতো।
এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে পিএসজির কোচ লুইস এনরিকে। একসময় যিনি ছিলেন বার্সেলোনার সফলতম কোচদের একজন। ক্লাব বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন ট্রেবলও। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী সেই ক্লাবের সাবেক কোচ হিসেবে এবারও পুরনো অনুভব ফিরেছে এনরিকের মাঝে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানালেন- ‘আমি একজন বার্সাভক্ত, এখনো ওই ক্লাবের সদস্য। তাই রিয়ালের বিপক্ষে খেলায় স্বাভাবিকভাবেই একটা বাড়তি অনুভূতি কাজ করে।’
মেটলাইফ স্টেডিয়ামে আজ রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘বিশ্বের সফলতম ক্লাবের (রিয়াল) বিপক্ষে খেলাটা সবসময়ই একটা বিশেষ উপলক্ষ। আমরা এ পর্যন্ত ইতিহাস গড়েই এসেছি। এখন সামনে সেই স্বপ্নপূরণের সুযোগ, যা চার বছর অন্তর আসে। আমরা এক কদম দূরে ফাইনাল থেকে।’
রিয়ালের জার্সি গায়ে এবার লড়াই করতে যাচ্ছেন তাদের সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পে। সাবেক ক্লাব পিএসজির সঙ্গে তার আইনি বিরোধের কথাও কমবেশি সবার জানা। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনার আরেকটা স্তর যোগ হয়েছে স্বাভাবিকভাবেই।
তবে এনরিকে এমবাপে প্রসঙ্গে ছিলেন সযত্নে নির্লিপ্ত। এমবাপ্পে প্রসঙ্গে ‘এই প্রশ্নটা অতীত’ বলেই থামিয়ে দেন সাংবাদিককে। ‘আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, আমি কেবল ভবিষ্যতের দিকেই নজর রাখছি।’
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরোটা জুড়েই আলোচনায় এসেছে আবহাওয়ার প্রতিকূলতা। উচ্চ আর্দ্রতা ও তীব্র গরমে খেলোয়াড়রা ভুগছেন বেশ। এনরিকে বললেন, ‘এই পরিবেশে আমরা এখন অভ্যস্ত হয়ে উঠছি। যদিও এমন আবহাওয়ায় খেলা মোটেও সহজ নয়, তবে এই চ্যালেঞ্জ তো দুই দলের জন্যই সমান।’
অন্য সেমিফাইনালে ইতোমধ্যেই জায়গা পাকা করেছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসকে ২-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।
রোববার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ না পিএসজি—নিউ জার্সির রাতের লড়াইয়ের ফলই বলবে তা। তবে কোচ লুইস এনরিকের কথায় স্পষ্ট, এই ম্যাচ তার জন্য শুধুই একটি সেমিফাইনাল নয় একজন বার্সাভক্তের ‘অদৃশ্য এল ক্লাসিকো’।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন