রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাল্টিমোরে গুলিবিদ্ধের এক সপ্তাহ পর পুলিশ অফিসারের মৃত্যু

শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 54

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির বাল্টডমোরে টহলরত গাড়িতে গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর কেওনা হোলি (২৩) নামে এক পুলিশ অফিসার মারা গিয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে বাল্টিমোর পুলিশ জানায়,গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারকে গতকাল লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিলে তার মৃত্যু হয়। 

এর আগে গত ১৬ ডিসেম্বর টহলরত অবস্থায় বন্দুকধারীদের গুলিতে আহত হন হোলি ৷ পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে বাল্টিমোর পুলিশ। তারা হলেন, এলিয়ট নক্স (৩১)এবং ট্র্যাভনশ (৩২)।
পুলিশ জানায়, অভিযুক্তরা হোলিকে আহত করার পর প্রায় ১০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বাল্টিমোরে ৩৮ বছর বয়সী জাস্টিন জনসনকে গুলি করে হত্যা করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন