সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাড়ছে উত্তর কোরিয়া- যুক্তরাষ্ট্রের উত্তেজনা

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে দেশটির ৫ নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব ঠেকিয়ে দিয়েছে চীন ও রাশিয়া। এমন পরিস্থিতিতে ক্রমশ উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়ে চলছে বলে শুক্রবার (২১ জানুয়ারি)  জানিয়েছেন কূটনীতিকরা একথা জানান।

উত্তর কোরিয়া বিষয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাতিল করে দেয় চীন। এর পরপরই একইভাবে রাশিয়াও ওই প্রস্তাবের বিরোধিতা করে। বেইজিংয়ের পাশাপাশি মস্কো দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধির বিরুদ্ধে নিজেদের অবস্থান বজায় রেখেছে।এমনকি মানবিক কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অবসান চেয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত দেশটির পাঁচ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তারা ওই পাঁচ জনের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রসারিত করার চেষ্টা চালায়।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন