বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

বাড়ল চুক্তিবদ্ধ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেটারদের বেতন

বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১

প্রিন্ট করুন
22 women cricketers have been 1

ঢাকা: চুক্তিবদ্ধ জাতীয় মহিলা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৫ জুন বোর্ডের সর্বশেষ বৈঠকে বোর্ড চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে বিসিবি।

বিসিবির মহিলা শাখার চেয়ারম্যান নাদেল চৌধুরী বৃহস্পতিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আমরা মহিলা ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়িয়েছি এবং তারা জুলাই মাস থেকে নতুন বেতন স্কেলে তাদের বেতন পাবে।’ যোগ করেন নাদেল চৌধুরী।

নাদেল চৌধুরী জানিয়েছেন, এখন থেকে মহিলা ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচ ফি হিসাবে ৩০০ ডলার এবং টি-টোয়েন্টির জন্য ১৫০ ডলার পাবে।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি হিসাবে তারা (মহিলা ক্রিকেটাররা) যথাক্রমে ১০০ ডলার এবং ৭৫ ডলার পেতেন।

এছাড়া বিসিবি জাতীয় চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান নাদেল চৌধুরী।

বিসিবি ২২ জন মহিলা ক্রিকেটারকে জাতীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করে এবং তাদেরকে চারটি বিভাগে শ্রেণিবদ্ধ করেছে। বেতনের ২০ শতাংশ বৃদ্ধির ফলে তারা এখন থেকে পাবে ৬০ হাজার টাকা (এ বিভাগ), ৪৮ হাজার টাকা (বি বিভাগ), বিডিটি ৩৬ হাজার টাকা (সি বিভাগ) এবং ২৫ হাজার টাকা (ডি বিভাগ)।

খবর ক্রিকবাজের

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন