বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বিএনপির অবরোধ বাড়ল আরও ৪৮ ঘণ্টা

সোমবার, নভেম্বর ১৩, ২০২৩

প্রিন্ট করুন
শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই 1

সিএন প্রতিবেদন: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন করে আবার আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (১৩ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। এরপর থেকে টানা অবরোধ ডেকে আসছে দলটি।

এ দিকে বিএনপির অবরোধে সবকিছু অনেকটা স্বাভাবিকভাবেই চলছে। অবরোধের কারণে কোথাও কোস সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দুই এক জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন