শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

বিএনপি-জামায়াত থেকে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

শনিবার, আগস্ট ১২, ২০২৩

প্রিন্ট করুন
ভয়াবহ গ্রেনেড হামলার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1

সিএন প্রতিবেদন: বিএনপিকে খুনি, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারির দল উল্লেখ করে দেশবাসীকে তাদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একই সঙ্গে যুদ্ধাপরাধীর দল জামায়াতে ইসলামী থেকেও সাবধান থাকার জন্য অনুরোধ করেছেন।

শনিবার (১২ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান। বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, লুটপাটকারী, একাত্তরের অপরাধী জামায়াত। যাদের আমরা শাস্তি দিয়েছি, তাদের থেকেও দেশবাসী যেন সাবধান থাকে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি দেশবাসীর কাছে এটাই বলব, গণতন্ত্র ওদের মুখের কথা, ওরা গণতন্ত্র বিশ্বাস করে না, গণতন্ত্র ওরা দেশে রাখবেও না। ওরা দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে নেবে। তারা নাকি আন্তর্জাতিক শক্তি পায়? কোন শক্তিটা আছে, সেটাই জানতে চাই। কোনো শক্তিই নাই তাদের সঙ্গে। লুটেরাদের সঙ্গে কেউ থাকেও না।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন