চট্টগ্রাম: ভেজাল ও নিম্ন মানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার মিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোন উপাদান ছাড়াই তৈরিকৃত বিএসপি ফুডস প্রোডাক্টসের বিপুল পরিমাণ ঘি জব্দ করেছে র্যাব-৭ চট্টগ্রাম। অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন অনুমোদনহীনভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প নগরীর প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম নিজামকে (৪২) গ্রেফতার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, বিএসপি ফুডস প্রোডাক্টসের কারখানায় বিক্রির উদ্দেশ্য ভেজাল ও নিম্ন মানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোন উপাদান ছাড়াই ঘি তৈরি করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৭। অভিযানে মো. আমিনুল ইসলাম নিজামকে আটক এবং জিজ্ঞাসাবাদে তার দেখানো শনাক্ত মতে ওই প্রতিষ্ঠান হতে ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি, পাম ওয়েল, ডালডা এবং ঘি তৈরির বিষাক্ত ফ্লেভার জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানে পাম্প অয়েল, ডালডা, ঘি ফ্লেভারের মাধ্যমে কোন প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি করে থাকে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছ আমিনুল ইসলাম।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন