বিগত ১০ মাসে দেশে বড় ধরনের সহিংস অপরাধ বাড়েনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ বছর অপরাধের তীব্র বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধের পরিসংখ্যানের ভিত্তিতে, এই বছর অপরাধের তীব্র বৃদ্ধির দাবি তথ্য দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত নয়।
প্রকৃতপক্ষে, তথ্য গত ১০ মাসে প্রধান অপরাধের বিভাগে স্থিতিশীলতাকে তুলে ধরে। এগুলো কোনো অপরাধের বৃদ্ধির লক্ষণ নয়। প্রকৃতপক্ষে, কিছু গুরুতর অপরাধ হয় হ্রাস পাচ্ছে বা স্থিতিশীল হচ্ছে।
তবে এতে বলা হয়, মাত্র কয়েকটি ক্ষেত্রে অপরাধের বেড়েছে। নাগরিকদের সতর্ক থাকা উচিত তবে বিশ্বাস করা উচিত যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়ন্ত্রণ বজায় রাখছে, যা তুলনামূলকভাবে স্থিতিশীল অপরাধের প্রবণতার মাধ্যমে প্রকাশ পায়।
পুলিশ সদর দফতরের তুলনামূলক দুটি পরিসংখ্যানও এতে সংযুক্ত করা হয়। এতে বিগত পাঁচ বছরের(২০২০ থেকে ২০২৫ সাল) পর্যন্ত দেশে সংঘটিত নানা অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের (সেপ্টেম্বর থেকে জুন) ১০ মাসের পরিসংখ্যান
ডাকাতি হয়েছে- ৬১০টি, দস্যুতা ১৫২৬, খুন ৩৫৫৪, দ্রুত বিচার ৮৯৮, দাঙ্গা ৯৭, ধর্ষণ ৪১০৫, এসিড নিক্ষেপ ৫, নারী ও শিশু নির্যাতন ১২৭২৬, অপহরণ ৮১৯, পুলিশ আক্রান্ত ৪৭৯ সিঁধেল চুরি ২৩০৪, চুরি ৭৩১০, অন্যান্য কারণে রুজ্জুকৃত মামলা ৬৮৬৮০, অস্ত্র আইন ১৪৩৬, মাদকদ্রব্য ৩৮২৭৬, চোরাচালান ১৭৩০টি। এসব ঘটনায় সর্বমোট মামলা দায়ের হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৫৫টি।
২০২০ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যান
চলতি বছরের জুন পর্যন্ত একই ধরনের ঘটনাগুলোর বিষয়ে সর্বমোট মামলা হয়েছে ৯১ হাজার ৩৩৮টি, ২০২৪ সালে হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৬৩টি, ২০২৩ সালে হয়েছে ১ লাক ৯৫ হাজার ৪৩৬টি, ২০২২ সালে হয়েছে ২ লাখ ৪ হাজার ২৩০টি, ২০২১ সালে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫১০টি আর ২০২০ সালে হয়েছে ১৮৭ হাজার ৯২৬টি।
উল্লেখ্য, দেশের সকল অপরাধ সংঘতি হওয়ার পর মামলা দায়ের করা হয় না। অনেকগুলো স্থানীয়ভাবে মীমাংসাও হয়ে যায়। আবার অনেকক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের আমলে বাধার কারণে অনেক মামলা দায়ের করতে পারেননি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন