বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৮ টায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
চবি শাখার সভাপতি মো. রাফছানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদের সদস্য নেজাম উদ্দিনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির উপদেষ্টা ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, চবি ইতিহাস বিভাগের অধ্যাপক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. মো. আনোয়ারুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম।
ওয়েবিনারের শুরুতেই সংগঠনটির প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং অর্জন নিয়ে ডকুমেন্টারি পাঠ করে শুনান চবি শাখার কার্যকরী সদস্য রেদ্ওয়ান আহমদ। এরপর আলোচকবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
ড. ইয়াহইয়া আখতার তার আলোচনায় বলেন, “স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা বের করতে না পারা বাংলাদেশের জন্য চরম এক ব্যর্থতা।” মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করা মা বোনদের জন্য মুক্তিযোদ্ধাদের ২য় তালিকা প্রকাশের কথাও বলেন তিনি।
ড. আনোয়ারুল ইসলাম সঠিক ইতিহাস চর্চায় উপযুক্ত তথ্যসূত্রের প্রতি আলোকপাত করে বলেন, “বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে একদল স্বাধীনতাবিরোধী অপশক্তি নানাভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে।”
আন্তর্জাতিক মহলে বাংলাদেশের আবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে ড. ফরিদুল আলম বলেন, “রোহিঙ্গা সমস্যা বৈশ্বিক সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের অবস্থান জানিয়ে দিয়েছে।”
বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে আরও ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, চবি শাখার সাধারণ সম্পাদক আকিজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান ইমন, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সায়মা, উপদপ্তর সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ-প্রচার সম্পাদক তৌহিদা আক্তার এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শেখ রফিকুজ্জামানসহ সংগঠনটির সাধারণ সদস্যরা।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন