বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

বিদেশিদের ওমরা পালনে অনুমতি দিলো সৌদি আরব

শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১

প্রিন্ট করুন
b6095cced88145c2ebd019c1f5576404 5f9e9f4796153 1

চলমান ডেস্ক:

করোনাভাইরাসে বিধিনিষেধ শিথিল করে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। 

শুক্রবার (১৯ নভেম্বর)  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন বিষয় জানিয়ে বলে, শুধু বয়সের সীমাবদ্ধতাই নয়, বিদেশি নাগরিকদের ওমরাহ পালন করতে হলে করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। 

ওমরাহ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে পারবে বিদেশিরা। – জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

মক্কা ও মদিনায় ধর্মীয় কার্যক্রম পালনে বিদেশিদের অনুমতি প্রক্রিয়ায় সহজতর করতে সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সৌদিতে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসে মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুরু হয় গুরুত্বপূর্ণ মসজিদে নামাজ আদায়৷ 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন