শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

বিপদ সীমার উপরে পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জল কপাট

রবিবার, আগস্ট ২৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমায় থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের ১৬টি জল কপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে এই বাঁধ খুলে দেওয়া হয়। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে গেট খোলার কথা থাকলেও আমরা খুলিনি। তবে পানির লেভেল বিপৎসীমার ওপরে চলে যাওয়ায় সকাল ৮টা ১০ মিনিটে আমরা গেট খুলে দিয়েছি। যা থেকে প্রতি সেকেন্ডে ৯০০০ কিউসেক পানি নিষ্কাশন করবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন