শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

বিশ্বকাপ জেতার পর আর কিছু চাওয়ার থাকে না: লিওনেল মেসি

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্রিন্ট করুন

ফুটবলের সর্বকালের সেরাদের তালিকা করলে লিওনেল মেসির নামটাই সবার আগে আসে। তবু আর্জেন্টাইন সুপারস্টারের মনে হয়, তার অর্জনের খাতা এখনো পুরোপুরি পূর্ণ হয়নি। তাই অবসরের আলোচনায় এবারও ব্রেক কষলেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রে একটি ব্যাবসায়িক সম্মেলনে নিজের ফুটবল–ভবিষ্যৎ এবং ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন ইন্টার মায়ামির এই মহাতারকা।

সেখানে তিনি জানান, মাঠের সব অর্জন নিয়ে ভাবার সময় এখনো আসেনি; অবসর নেওয়ার পরই সেই অধ্যায় খুলবেন তিনি। যেহেতু ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৮ পর্যন্ত, তাই অন্তত এই কয়েক বছর ফুটবলকে নিয়েই বাঁচতে চান মেসি। মেসির ভাষায়, ‘একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। এর পর আর কিছু চাওয়ার থাকে না।

কিন্তু ক্যারিয়ার নিয়ে ভাবার সময় অবসরের পরই আসবে। আপাতত আমি খেলাটা উপভোগ করতে চাই।’ ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির জনপ্রিয়তা ছুঁয়েছে অনন্য উচ্চতা। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি ছিলেন ‘আমেরিকা বিজনেস সামিট’-এর প্রথম দিনের শেষ বক্তা।

এর আগেই বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো এবং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।
মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসির সঙ্গে আলাপচারিতা শেষে তাঁকে শহরের প্রতীকী চাবি তুলে দেন। মেসি বলেন, ‘মায়ামিতে আসার পর মানুষের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। এখানে থাকা, এখানে খেলা—সব কিছুই বিশেষ।’

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির সামনে যেন নতুন চ্যালেঞ্জের দরজা খুলে গেছে।

গত মৌসুমে তিনি মেজর লিগ সকারে (এমএলএস) জিতেছিলেন এমভিপি খেতাব। এবারও তিনি সেই দৌড়ে এগিয়ে আছেন। চলতি মৌসুমে লিগ পর্বে করেছেন ২৯ গোল, অ্যাসিস্ট ১৯টি—মোট ৪৮ গোল-অবদান। মাত্র এক গোল কম ২০১৯ সালে কার্লোস ভেলার করা রেকর্ড ৪৯ থেকে। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে প্লে-অফের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে নামবে ইন্টার মায়ামি। বাঁচা-মরার ওই ম্যাচে দলের প্রধান ভরসাই ৩৮ বছর বয়সী মেসি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন