নিউইয়র্ক: বিশ্বের শীর্ষ স্থানীয় দশটি কোম্পানির মধ্যে স্থান করে নিতে চায় বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক। এ লক্ষ্যকেই সামনে রেখে পরিকল্পনা করে সামনে এগুচ্ছে কোম্পানিটি। চলমান নিউইয়র্ক.কমের সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মোর্শেদ।
আলাপকালে তিনি আরো বলেন, ‘গ্লোবালি যে সব কোম্পানি আছে, তাদের শীর্ষ দশের মধ্যে আমরা স্থান করে নিতে চাই। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিকল্পা করছি। এর ফলে আরো বেশি কর্মসংস্থান হবে, আরো বেশি মানুষ ওয়ালটনের সেবা পাবে।’
এ দিকে, আমেরিকায় গত সোমবার (২৬ জুলাই) থেকে শুরু হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক ‘রোড শো’র অন্যতম সহযোগী হয়েছে ওয়ালটন। ফলে বর্তমানে আমেরিকায় অবস্থান করা গোলাম মোর্শেদ বলেন, ‘বিএসইসির প্রথম রোড শোতেও আমরা ছিলাম। দ্বিতীয় রোড শোতেও আমরা আছি। এবার আমরা আমেরিকায় এসেছি। নিউইয়র্কে আমরা শিগগিরই অফিস খুলছি। উপযুক্ত জায়গা পেলে কিছু দিনের মধ্যে ২০-২৫ জনের লোকবল নিয়ে নিউইয়র্কে ওয়ালটনের অফিসের কার্যক্রম শুরু করতে চাই। আমেরিকায় বাংলাদেশী প্রবাসীদের কাছে যেতে চাই, তাদের সেবা দিতে চাই।’
নিউইয়র্কের ম্যানহাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বার্কলের বলরুমে সোমবার (২৬ জুলাই) সকালে অনুষ্ঠিত বিএসইসির ‘রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম মোর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিলেন, ‘একটি দেশের শিল্প উন্নয়নে প্রয়োজন আস্থা, অভিভাবকত্ব এবং নির্ভরযোগ্যতা। যার সবই বাংলাদেশে আছে। তাই এখানে বিনিয়োগ করা এখন সম্পূর্ণ নিরাপদ।’
গোলাম মোর্শেদ আরো বলেন, ‘২০০৮ সাল থেকে ওয়ালটন ব্যবসায় করে যাচ্ছে। এক সময় বাংলাদেশের ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাচার ইন্ডাস্ট্রি ছিল আমদানি নির্ভর। ২০২১ সাল থেকে সরকারের সহযোগিতায় এখন সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং বেইজড কোম্পানিতে পরিণতে হয়েছে ওয়ালটন। এর মাধ্যমে প্রমাণিত হয়, বাংলাদেশ এখন সম্ভাবনাময়।’
উল্লেখ্য, বাংলাদেশের পুঁজিবাজারের দিকে প্রবাসী বাংলাদেশী ও বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমেরিকার চারটি শহরে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার্স: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক রোড শো করছে বিএসইসি। বিশ্ব বাজারে নিজেদের স্থান করে নিতে ওয়ালটন এ রোড শো’কে গুরুত্ব দিচ্ছে। এর জন্য ওয়ালটনের দশ জনের একটি প্রতিনিধি দল এখন আমেরিকায় অবস্থান করছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন