সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বিশ্বে বেড়েছে করোনা সংক্রমণ, শীর্ষে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ লাখ ১৪ হাজার ৪৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা বরাবরের মতোই সারাবিশ্বে সর্বোচ্চ। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

একই সময়ে মারা গেছেন ২ হাজার ২৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৫ পাঁচ হাজার ৯০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন। বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৬৪ হাজার ২৩৬ জন।

এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৩০ হাজার ৩৪৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ২৭ লাখ ৭২ হাজার ৬৮ জন করোনা রোগী শনাক্ত এবং ৭ হাজার ৮৪৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন