সিএন প্রতিবেদন: বিশ্ব সাপ দিবস উপলক্ষে সর্প পরিচিতি ও সর্প দংশন প্রতিরোধে করণীয় নিয়ে পুরো চট্টগ্রামে বিভিন্ন সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ।
রোববার (১৬ জুলাই) বিশ্ব সর্প দিবস উপলক্ষে বণ্যপ্রাণী উদ্ধারে অগ্রগামী সংঘঠন ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ প্রকৃতিতে সাপের গুরুত্ব, সাপের কামড়ে করণীয়, কুসংস্কার দূরীকরণসহ নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম, র্যালি ও লিফলেট বিতরণ পরিচালনা করে।
দিবসটির লক্ষ্য সারা বিশ্বে বিদ্যমান সাড়ে তিন হাজারেরও অধিক সাপের প্রজাতি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। বিশ্বে প্রাপ্ত এতোগুলো প্রজাতির মধ্যে বেশিরভাগই নির্বিষ ও নিরীহ প্রজাতির সাপ। সাপের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব তাদের সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আর এই সংঘঠনের লক্ষ্য প্রকৃতির অকৃত্রিম বন্ধু সাপকে ঘিরে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তন করা এবং সমস্ত জীবের প্রতি ভালবাসার প্রচার করা। একই সাথে এ দেশের মানুষে কে সচেতন করা। সাপ রক্ষা করা নয়, শুধু সর্পদংশন থেকে এ দেশের মানুষকে রক্ষা করতে তাদের প্রতিটা কার্যক্রম চলমান।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, দেশে প্রতি বছর সাপে কেটে মারা যায় সাড়ে সাত হাজার জন মানুষ। আর গবাদি পশু মারা যায় প্রায় আড়াই হাজার। যার অধিকাংশ ঘটে অসচেতনতার কারণে। তাই প্রয়োজন গণসচেতনতা।
যেখানে মানুষ এখনও ওঝার কাছে গিয়ে চিকিৎসা নেয় এবং প্রাণ হারাচ্ছে অগণিত। সাপ মেরে ফেলাই সমাধান নয়, তাছাড়া এ দেশের ৮০ শতাংশ সাপ নির্বিষ। চিনতে হবে সাপ, চেনাতে হবে, জানাতে হবে। আর এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ।
সংগঠনের সহ-সভাপতি ইসমাইল মিথুন চলমান নিউইয়র্ককে জানান, চট্টগ্রামের উপজেলার সরকারি হাসপাতালগুলোতে এখনও এন্টিভেনম এভেইলবল না। আমরা উপজেলার প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম সরবারহ করার দাবি জানাই।
সমাজ ও প্রাণী কল্যান বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, এ দেশের ৯৯ শতাংশ মানুষের মাঝে সর্পভীতি রয়েছে। সাপ না চিনে সব সাপ কে বিষধর ভেবে, নির্বিষ সাপসমূহ নিধন হচ্ছে অজ্ঞতার কারণে। আমরা মানুষকে সচেতন করার জন্য বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আল আমিন, শুভ বিশ্বাস, মাকসুদুর রহমান, সৌম্য পাটোয়ারী, তাহমিদ, মুরাদ, নজরুল ইসলামসহ আরও অনেকে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন