বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বিয়ের তারিখ জানালেন বরিস জনসন ও ক্যারি সিমন্ডস

সোমবার, মে ২৪, ২০২১

প্রিন্ট করুন
boris johnson carrie symonds 1

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর বাগদত্তা ক্যারি সিমন্ডস আগামী বছরের জুলাইয়ে বিয়ে করছেন।

৩০ জুলাই ২০২২ তারিখের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে এই যুগল, কার্ড পাঠিয়েছেন বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

তবে তাঁদের বিয়ে ঠিক কোথায় হবে তা গোপন রাখা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান হয়েছে জনসন ও সিমন্ডসের।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৫৬ বছর বয়সী বরিস ও ৩৩ বছর বয়সী সিমন্ডস তাঁদের ছেলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস করেন। গত বছর তাঁদের এ সন্তানের জন্ম হয়।

এর আগে ম্যারিনা উইলারকে বিয়ে করেছিলেন বরিস জনসন। তাঁদের সন্তান চারটি আছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাঁদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

ম্যারিনা উইলারের আগে আরও একটি বিয়ে করেছিলেন জনসন। সেই সুবাদে ক্যারি সিমন্ডস হতে যাচ্ছেন বরিসের তৃতীয় স্ত্রী। অন্যদিকে ক্যারি সিমন্ডসের এটি প্রথম বিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন