সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

বুধবার ঢাকায় নৃত্যসুধা উৎসব; থাকছে চার গুণী শিল্পীর নৃত্য পরিবেশনা

রবিবার, মার্চ ১২, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের প্রথম আয়োজনে বরেণ্য মনিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমানের পরিকল্পনায় আগামী বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাতটায় ঢাকার নিউ বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নৃত্যসুধা (গুরু শিষ্য পরম্পরা) উৎসবের আয়োজন করা হয়েছে।

একই মঞ্চে ওই দিন বরেণ্য কথক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, মনিপুরী নৃত্যশিল্পী তামান্না রহমান, ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও ভরতনাট্যম নৃত্যশিল্পী বেলায়েত হোসেন খান ও তাদের একঝাঁক শিষ্যরা মঞ্চে নূপুরের গল্প ফোটাবেন নৃত্যের মধ্যে দিয়ে।

একক ও দলীয় পরিবেশনায় দর্শনার্থীরা একসাথে উপভোগ করতে পারবেন শাস্ত্রীয় নাচের চারটি ধারার নৃত্য।

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া ও তামান্না রহমান জানান, দর্শনার্থীরা দর্শনীর বিনিময়ে এ মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

দেশের চার গুণী নৃত্যশিল্পী ও তাদের সযতনে গড়ে তোলা এ প্রজন্মের নৃত্যশিল্পীদের নিয়ে এ মনোজ্ঞ আয়োজনে সাদর আমন্ত্রণ জানান নৃত্যশিল্পীরা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন