ভারতের এই সময়ে অন্যতম সেরা পেস বোলার হলেন জসপ্রিত বুমরাহ। তাকে বেছে বেছে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়। ভারতীয় দল এক ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলছে। ইতোমধ্যে তিন টেস্ট শেষ হয়েছে। দুটিতে খেলেছেন বুমরাহ।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরাহ। মাঝের টেস্ট বিশ্রাম কাটিয়ে লর্ডসে ফিরে প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ ৭ উইকেট পেয়েছিলেন তিনি। দুই টেস্টে তার উইকেট সংখ্যা ১২টি।
আসন্ন ম্যানচেস্টার টেস্টে বুমরাহ খেললে ভারতের জন্যই স্বস্তির। যদিও এই পরিস্থিতিতে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড মনে করিয়ে দিয়েছেন, বুমরাহ খেললে ভারত বেশি হারে।
ইংল্যান্ড সিরিজে লিডস এবং লর্ডসে হেরেছে ভারত। দুটিতেই খেলেছেন বুমরাহ। দলের সেরা বোলারকে ছাড়া খেলতে নেমে এজবাস্টনে জিতেছে ভারত।
‘টকস্পোর্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে লয়েড বলেছেন, বুমরাহকে ছাড়া এজবাস্টনে জিতেছে ভারত, যা অসাধারণ। অনেকের মুখেই শুনেছি, বুমরাহ খেললে নাকি ভারত বেশি ম্যাচ হারে। ও খেললে কম হারে। তারাই বুমরাহকে বিশ্বের সেরা বলে থাকে। নিঃসন্দেহে বুমরাহর বোলিং অ্যাকশন বেশ অন্য রকম। কিন্তু ছেলেটা ভালো।
তিনি আরও বলেন, গৌতম গম্ভীর বলেছিল যে পাঁচটা টেস্টের মধ্যে তিনটা টেস্ট খেলবে বুমরাহ। আর তো দুটি ম্যাচ বাকি। যদি গম্ভীরের কথা সত্যি হয়, তাহলে ম্যানচেস্টারে বুমরাহের খেলার কথা। তবে আমি যত দূর জানি, ওরা এখনও কিছুই ঠিক করে উঠতে পারেনি।
লয়েড আরও বলেন, ধরুন ওল্ড ট্র্যাফোর্ডে বুমরাহ খেলল, ভারতও জিতল। তাহলে ওভালেও বুমরাহকে খেলানোর মরিয়া চেষ্টা হবে। কিন্তু ইংল্যান্ড ৩-১ এগিয়ে গেলে ওভালে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। আমার ধারণা, পরের ম্যাচে ওকে খেলানো হবে।
২০১৮ সালের জানুয়ারিতে বুমরাহর অভিষেকের পর থেকে ভারতের হয়ে ৪৭টি টেস্ট খেলেছেন, যার মধ্যে দল ২০টিতে জিতেছে এবং ২৩টিতে হেরেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন