শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

বেগম রোকেয়া পাঠাগারের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 15 1

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম এর রাউজান উপজেলার বেগম রোকেয়া পাঠাগার এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেগম রোকেয়া পাঠাগার আয়োজন করে বিজয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী।

আয়োজনের প্রথম পর্বে বিজয় শোভাযাত্রাটি জগৎমল্লপাড়া বধ্যভূমি স্মৃতিশৌধ থেকে কুন্ডেশ্বরী হয়ে আবারও ঐতিহাসিক জগৎমল্লপাড়া বধ্যভূমি স্মৃতিশৌধে এসে মিলে এবং সবার অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন ও পুষ্পস্তবক অর্পন করেন। 


দ্বিতীয় পর্বে সানি ঘোষ ও প্রিয়া চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,বর্ষসেরা পাঠক এবং বার্ষিক মেধা অন্বেষন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং বিষয়ভিত্তিক মুক্তআলোচনা। 

সভায় কালচারাল পার্ক রাউজান এর প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া বলেন, নিজের সংকীর্ণ গন্ডি থেকে বেরিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে আর এর ভেতরেই দেশ ও বিশ্বের মঙ্গল সম্ভব। 

অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন “সমাজের অশুভ শক্তি ও মোষ তাড়াতে পাঠাগার ভূমিকা রাখে এবং রাখতে হবে’।

ডাঃ নীহারেন্দু বিকাশ দত্তের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ উম্মে বিবি নিতু, শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয়ের পরিচালক বাসুদেব সিনহা, পাঠাগারের সভাপতি প্রিয়ম কুমার দে, অবসর প্রাপ্ত শিক্ষক সাধন চন্দ্র দে, শহীদ সন্তান সনজিত সরকার, খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত পলাশ ঘোষ,পূবালী ব্যাংক রাণীর হাটের ম্যানেজার রিপন চৌধুরী,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, জনতা ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা  মৃন্ময় দত্ত এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পাঠাগারের সাধারণ সম্পাদক রাহুল চৌধুরী।

আরএইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন