বৈরুত, লেবানন: লেবাননের রাজধানী বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বুধবার (৫ জুন) বন্দুক হামলার পর সিরিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এ দিকে, সেখানে হামলার ঘটনার পর কূটনৈতিক মিশন বলেছে, ‘তাদের কর্মীরা নিরাপদ রয়েছে।’ লেবাননের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সংবাদ এএফপির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার নাগরিকত্ব রয়েছে- এমন এক ব্যক্তি দূতাবাসের কাছে এ হামলা চালায়।’
বিবৃতিতে বলা হয়, ‘ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনারা এ হামলা মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে আসে ও পদক্ষেপ নেন। এতে বন্দুকধারী আহত হয়।’
এতে আরো বলা হয়, ‘সেখান থেকে তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।
এ দিকে, কঠোর নিরাপত্তা বেষ্টিত দূতাবাসের প্রবেশ পথের কাছে গোলাগুলির সংবাদ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৫ জুন) সকাল আটটা ৩৪ মিনিটে সেখানে এ ঘটনা ঘটে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন