সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রঙ্কসের সাবওয়ে রেল স্টেশনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
bx subway deadly stabbing 1

নিজস্ব প্রতিবেদক: ব্রঙ্কসে একটি সাবওয়ে রেল স্টেশনের ভেতর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) ওয়েকফিল্ড সেকশনের হোয়াইট প্লেইনস রোডের ২৪১ নম্বর স্ট্রিটের সাবওয়ে স্টেশনের ভেতরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্টেশনের দুই লাইনের পাশে একটি এমটিএ বুথের সামনে এক ব্যক্তি নিহত ওই ব্যক্তির দেহে ছুরিকাঘাত করে। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ছুরিকাঘাতের শিকার ওই ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা  তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ বলছে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায় নি। তবে হামলাকারীকে দ্রুত আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনা পুলিশের তদন্ত ইউনিটও কাজ চালাচ্ছে বলে জানানো হয়। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন