সিএন প্রতিবেদন: নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি বিরল ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিনিধিত্বে একক প্রার্থী নির্ধারণে আয়োজিত বিতর্ক ও ভোটাভুটিতে সিপিএ জাকির চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে ৮৭তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের তিন সম্ভাব্য প্রার্থী—জাকির চৌধুরী, ইমরান এম. শাহ ও জামাল হুসেইন—কমিউনিটির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের পরিচালনায় দুই ঘণ্টার বিতর্ক শেষে ইলেকট্রনিক ভোটে ৫৫ জন ভোটার অংশ নেন। ভোট গণনায় জাকির চৌধুরী বিজয়ী হন।
বাকি দুই প্রার্থী ফলাফল মেনে নিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং একযোগে সমর্থনের ঘোষণা দেন। উপস্থিত সবাই এটিকে অভিবাসী কমিউনিটির রাজনৈতিক পরিপক্বতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এই উদ্যোগ আয়োজন করে ‘ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি–ইউনিফায়েড ক্যান্ডিডেট কমিটি’। আয়োজকেরা জানান, এটি বোর্ড অব ইলেকশনের কোনো আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং কমিউনিটির নিজস্ব গণতান্ত্রিক চর্চার উদাহরণ।
বর্তমানে এই আসনের দায়িত্বে আছেন কারিনেস রেয়েস। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশি-আমেরিকানদের ঐক্যবদ্ধ প্রার্থী হবেন সিপিএ জাকির চৌধুরী।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন