নিজস্ব প্রতিবেদক: ব্রঙ্কসে একটি চলন্ত বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে হোয়াইট প্লেইনস রোড এবং ভ্যান নেস্ট অ্যাভিনিউতে একটি উত্তরগামী বি-৩৯ বাসে ঘটে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বাসে ১৮ বছর বয়সী এক যুবক ও আরেক যাত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ওই যুবক গুলি চালায়। হামলার শিকার ওই ব্যক্তি কিছুটা বিচলিত ছিলো। তার ৩৬ বছর বয়সী চাচাকে একটি টেক্সট পাঠায় এবং তাকে সাহায্যের জন্য বাস স্টপে তার সাথে দেখা করতে বলে।
কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন একটি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং এক রাউন্ড গুলি ছোড়, যা বাসের অ্যাকর্ডিয়ানের সিলিংয়ে আটকে যায়। সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, হোয়াইট প্লেইন রোডে উত্তর দিকে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন