নিউজ ডেস্ক: হোয়াইটস্টোন ব্রিজের ঠিক উত্তরে হাচিনসন রিভার পার্কওয়ে এলাকায় শনিবার ভোররাত পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মপেডের চালক দ্রুত ঘটনাস্থল ছাড়েন, যিনি পলাতক। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে শনিবার কয়েকটি গাড়ির দুর্ঘটনায় মপেড থেকে ছিটকে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৮ বছরের এক তরুণী।
পুলিশের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, হোয়াইটস্টোন ব্রিজের ঠিক উত্তরে হাচিনসন রিভার পার্কওয়ে এলাকায় শনিবার ভোররাত পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মপেডের চালক দ্রুত ঘটনাস্থল ছাড়েন, যিনি পলাতক।
তিন গড়ির এ দুর্ঘটনায় হাসপাতালে নেওয়া হয় সামান্য আহত আরও ছয়জনকে। এনওয়াই ডেইলি নিউজের খবরে বলা হয়, গুরুতর আহত তরুণী একটি মপেডের পেছনে বসা ছিলেন। মপেডটি উত্তরের দিকে পার্কওয়েতে যাচ্ছিল। ওই সময় মপেডের পেছনে ছিল একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি।
পুলিশ জানায়, শুরুতে একটি হোন্ডা পাইলটকে ধাক্কা দেয় হোন্ডা অ্যাকর্ড। এ ধাক্কা খেয়ে হোন্ডা পাইলটটি সামনে থাকা মপেডকে আঘাত করে। এর ফলে মপেডের পেছনে বসা তরুণী ছিটকে সড়কে পড়ে যান।
বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর মপেডের চালক কিছু সময়ের জন্য থেমে প্রাথমিক সাড়াদানকারীরা আসার আগেই দ্রুতগতিতে ঘটনাস্থল ছেড়ে চলে যান। দুর্ঘটনার শিকার তরুণীর শরীরের কয়েকটি স্থানে আঘাত লেগেছে। তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় জ্যাকোবি মেডিক্যাল সেন্টারে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার হোন্ডা পাইলটের চালকসহ তিন আরোহী এবং হোন্ডা অ্যাকর্ডের তিন যাত্রীকে জ্যাকোবি মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়। তাদের আঘাত গুরুতর নয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন