মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রস্কসে প্লাস্টিকের স্টোরেজ কন্টেইনার থেকে মরদেহ উদ্ধার

সোমবার, ফেব্রুয়ারী ২৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে ফুটপাতের প্লাস্টিকের স্টোরেজ কন্টেইনার থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা নিহতের চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপরে ইউনিভার্সিটি এভিনিউর একটি কন্টেইনারের মধ্যে অজ্ঞান ও অচেতন অবস্থায় হাই ব্রিজ সেকশনে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম নিসা ওয়ালকট।তার বয়স ৩৪ বছর। সে ১৪ বছর বয়সী এক ছেলের মা। এ ঘটনায় আটককৃত ওই ব্যক্তির নাম খালিদ ব্যারো। তার বয়স ২১ বছর। 
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

য়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একজনকে আটক করে তার বিরুদ্ধে হত্যা ও মরদেহ গোপনের অভিযোগ আনা হয়েছে বলেও জানায় পুলিশ। 
আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন