সিএন প্রতিবেদক: ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার সাথে জড়িত রয়েছে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা। রোববার (৮ জানুয়ারি) সাবেক প্রেসিডেন্টের ডানপন্থী সমর্থকরা সংঘবদ্ধ হয়ে এ আক্রমণ পরিচালনা করেন। খবর আল-জজিরা ও বিবিসির।
দেশটির জাতীয় রঙ হলুদ পোশাক পরে এবং গায়ে সবুজ জাতীয় পতাকা জড়িয়ে বলসোনারোর সমর্থকেরা এ হামলায় অংশ নেন। দাঙ্গাবাজরা সংখ্যা বেশি হওয়ায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা ঠেকাতে ব্যর্থ হলেও কিছুসময় পর হামলাকারীদের হটিয়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয় তারা। এ ঘটনায় কমপক্ষে ৪০০ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। জানান দেশটির আইনমন্ত্রী ভিও দিনো।
গত বছর কট্টর দক্ষিণপন্থি বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। দেশের প্রশাসনিক কাঠামোয় এই হামালার জন্য তিনি আগের প্রেসিডেন্টকেই দায়ী করেছেন। রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তা বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন লুলা।
তবে সাবেক প্রেসিডেন্ট বোলোসোনারো এখন পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। বরং গণতান্ত্রিক পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে পরাজয়কে তিনি ভোট গণনায় কারচুপি হিসেবে চিহ্নিত করেছেন। যদিও অক্টোবরে পরাজয়ের পরেই দেশ ছেড়েছেন বোলসোনারো। তিনি বর্তমানে ফ্লোরিডায় থাকেন।
সিএন/এএইচ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন