বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

সোমবার, জুলাই ২৮, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: গাজায় ইসরায়েলের অবরোধে মানবিক বিপর্যয়ের প্রতিবাদে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাঁড়ি-পাতিল হাতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

শুক্রবার (২৫ জুলাই) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে আয়োজিত এই বিক্ষোভের ডাক দেয় প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন। বিক্ষোভকারীরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের স্মরণে খালি হাঁড়ি-পাতিল বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

আয়োজকেরা বলেন, গাজায় ইচ্ছাকৃতভাবে খাদ্য সরবরাহ বন্ধ করে একটি জাতির বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। অনেক প্রাপ্তবয়স্ক ও শিশুর কঙ্কালসার ছবি ইতিমধ্যেই বিশ্ববাসী দেখেছে। কেউ কেউ খালি হাঁড়ি হাতে খাবারের আশায় দাঁড়িয়ে থেকেই প্রাণ হারাচ্ছেন। এমন অবস্থায় ব্রিটিশ সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে, যা উদ্বেগজনক।

বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে ব্রিটিশ সরকারের এই ভূমিকাকে ‘সহযোগিতার দায়’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

সারাব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাজ্যের বিভিন্ন শহরেও একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসব বিক্ষোভে ইসরায়েলের গণহত্যায় ব্রিটেনের জড়িত থাকার অবসান দাবিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ‘বেঙ্গালিস ফর প্যালেস্টাইন’ সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন—জালাল রাজন উদ্দিন, আকিকুর রহমান, নূরউদ্দিন আহমেদ, সয়ফুল আলম, শফিক আহমেদ, ফকর কামাল, জয়নাল চৌধুরী, জামিল ইকবাল, আবদুল সালাম শেখ, সানা মিয়া ও রফিক উল্লাহ। তাঁরা সবাই ব্রিটিশ সরকারের প্রতি ইসরায়েলের গণহত্যায় মদদ দেওয়া বন্ধের আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন