সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রুকলিনের ফুটপাতে গলাকাটা লাশ উদ্ধার

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
R4VZX5JMFFEAHFE46TF5YNT3IM 1

নিজস্ব প্রতিবেদক:

নিউইয়র্কের ব্রুকলিনে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) বুশউইকের জেফারসন সেন্টের কাছে স্ট্যানউইক্স সেন্টে ছুরিকাঘাত অবস্থায় তাঁর লাশ পায় পুলিশ । 

পুলিশ বলছে, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ছুরি দিয়ে নিহত ব্যক্তিকে জবাই করা হয়েছে। 

নিহত ওই ব্যক্তির বয়স ৩৭ বছর। তবে তাঁর নাম পরিচয় এখনো পাওয়া যায় নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন