চলমান ডেস্ক: ব্রুকলিনের উইলিয়ামসবার্গে একটি অ্যাপার্টমেন্টে আগ্নিকান্ডের ঘটনায় এক শিশুসহ বেশ কযেকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা। এ ঘটনায় দুই দমকলকর্মীসহ ১১ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাত ১ টা পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকলকর্মীরা জানান, ভোরে উইলিয়ামসবার্গের একটি জ্বলন্ত অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। এতে দুই দমকলকর্মীসহ ১১ জন আহত হয়েছেন। উদ্ধার হওয়া শিশুটিসহ ছয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সুস্থ হয়ে উঠবে আশা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় বলে জনিয়েছেন কর্মকর্তারা।
এইদিকে ওই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক বাসিন্দা সাংবাদিকদের জানান, তার অ্যাপার্টমেন্টের একটি স্পেস হিটার থেকে আগুন লাগে।
তিনি বলেন, আমি যখন উঠেছিলাম তখন আমি রান্নাঘরে গিয়েছিলাম এবং আমি বিশ্বাস করতে পারিনি যে আমার স্পেস হিটারে আগুন লেগেছে। আগুন কম থাকা অবস্থায় আমি জরুরি সেবায় কল করি। পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। পরে আমি আমার সন্তানসহ ভবন থেকে বেরিয়ে আসি।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন