সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রুকলিনে চলন্ত বাসের ধাক্কায় কিশোরী নিহত

মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনে একটি চলন্ত বাসের ধাক্কায় ১৫ বছর বয়সী আন্তোনিনা জাতুলোভস্কা নামে এক কিশোরী নিহত হয়েছেন। এতে অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 
আটককৃত ওই ব্যক্তির নাম আলেকজান্ডার পাটলাখ (৫৫)।তিনি একজন ব্রুকলিনের বাসিন্দা। তার বিরুদ্ধে পথচারীর জন্য থামাতে ব্যর্থতা এবং যথাযথ যত্ন ব্যবহারে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। 

কর্মকর্তাদের মতে, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ড্রাইভার কিছু ইহুদি  স্কুলের শিক্ষার্থী নিয়ে  বাসটি একটি বেসরকারি বিদ্যালয়ের দিকে যাচ্ছিলো। বেডফোর্ড অ্যাভিনিউ এবং শীপসহেড বে-তে কুয়েন্টিন রোড মোড় নেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে৷ এতে মোয়েটি গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে ছিলেন। 

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি চিৎকার শুনে নিচে নামতে শুরু করি। লোকেরা ৯১১ এবং জরুরি সেবাগুলোয় খবর দিলে  ১০ সেকেন্ডের মধ্যে কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং কিছু ব্যক্তিগত স্বেচ্ছাসেবক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আরো বলছেন, বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ ধারণা করছে  চালকের অজান্তেই সে মেয়েটিকে আঘাত করেছে।

ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস এক্সিকিউটিভ ডিরেক্টর ড্যানি হ্যারিস এই ঘটনার শোক প্রকাশ করেছেন এবং সড়ক দূর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন