সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রুকলিনে চারজনকে গুলি করে জখম

শুক্রবার, জানুয়ারী ১৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের  ব্রুকলিনে একটি সাপ্তাহিক হিপ-হপ অনুষ্ঠান চলাকালে চারজনকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার( ১৩ জানুয়ারি) ব্রুকলিন ক্যাটারিং হলের ভিতর এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। পুরুষদের বয়স ৪৬, ৪০ ও ২৪ বছর। এছাড়া ৩২ বয়সী এক মহিলাকেও আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্যানারসির রেমসেন এভিনিউর কাছে ৯২ সেন্টের ইএন্ডআর রেন্টাল হলের ভিতরে পার্টি চলছিলো। হঠাৎ এটি এক মহিলা এবং অন্য একজন  তর্কে জড়িয়ে পড়ে। এসময় একজন আকষ্মিক গুলি চালাতে শুরু করে। বন্দুকধারী প্রথমে সবচেয়ে বয়স্ক ব্যক্তির মাথায় আঘাত করে। পরে অন্য দুই ব্যক্তির পায়ে আঘাত করা হয়।


পুলিশ জানায়, গুলিবিদ্ধের পর সকলকে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ আরো জানায়, কথা-কাটাকাটির জেরে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। 
এইদিকে এমন ঘটনা নিয়ে শহরের মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। তারা বলছেন, মানুষ  কোন অনুষ্ঠানে বা শহরে চলাচল করতে নিরাপদ না হয় তবে তা মোটেও সুখকর নয়। তাদের অভিযোগ,সময়ের সাথে সাথে শহরের অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাড়ছে সন্ত্রাসী গোষ্ঠীর সংখ্যাও। আর তাই এসব বিষয়ে কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন