সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রুকলিনে নিজ বাসার সামনে গুলি করে হত্যা

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
5VCQY5WFYZEF3HIVJW7GAHRQCE 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনো এক ব্যক্তিকে (৩১) তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) ভোর ৩ টা নাগাদ বেডফোর্ড-স্টুইভেস্যান্টের ব্রডওয়ের কাছে রকওয়ে এভিউতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে গুলি করার আগে হামলাকারীরা তাকে ডাক দেয়। এসময় নিহত ব্যক্তি হামলাকারীদের দিকে তাকালে তাঁরা গুলি চালায়। পরে তাঁকে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ বলছে, ভোরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন