সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রুকলিনে বন্দুক নিয়ে স্কুলে ছাত্র নগদ ৩০ হাজার ডলারসহ প্রেফতার

শুক্রবার, ডিসেম্বর ৩, ২০২১

প্রিন্ট করুন
800x400 1

নিজস্ব প্রতিবেদক: ব্রুকলিনের ডাউনটাউনের একটি পাবলিক স্কুল থেকে বন্দুক ও নগদ ৩০ হাজার ডলার অর্থসহ এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে স্কুলটির নিরাপত্তা কর্মীরা। আটককৃত ওই শিক্ষার্থীর ১৭ বছর বয়সী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে অ্যাডামস স্ট্রিটের আরবান অ্যাসেম্বলি স্কুল ফর ল অ্যান্ড জাস্টিস থেকে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ জানায়, ওই যুবক তার বইয়ের ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে দুপুরের ঠিক আগে অ্যাডামস স্ট্রিটের আরবান অ্যাসেম্বলি স্কুল ফর ল অ্যান্ড জাস্টিসে পৌঁছান। একজন স্কুল সেক্রেটারি অস্ত্রটি দেখেন এবং কর্তৃপক্ষকে অবগত করে। পরে ওই ছাত্রকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ বিচারাধীন রয়েছে।
এইদিকে স্কুলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আমাদের স্কুলে বিপজ্জনক বস্তুর কোনও স্থান নেই। আমাদের স্কুলের নিরাপত্তা কর্মীরা ওই শিক্ষার্থী স্কুল ভবনে প্রবেশের পর চিহ্নিত করে আটক করেছে ; যা প্রশংসনীয়। আমরা সকল আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। 
আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন