নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির ব্রুকলিন হাইটসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক দমকলকর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৬টায়র দিকে মন্টেগু স্ট্রিটের চারতলা ভবনের ভেতরে আগুনের সূত্রপাত হয়। ভবনের চার তলা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
জানা গেছে,দমকলকর্মীরা ছাদ দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেছিল। তবে সকাল ৭টা নাগাদ ভবনের ছাদ আংশিক ধসে পড়েলে দমকলকর্মীরা পিছু হাঁটেন। এসময় এক দমকলকর্মী আহত হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার পর থেকে ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের বাইরে জ্বলতে থাকে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন