চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদপ্রার্থী শুভ হোসেন। জুলাই আন্দোলনের সময় চোখ হারানো এই শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী সহপাঠীদের জন্য নিজস্ব ইশতেহার প্রকাশ করেছেন ব্রেইল পদ্ধতিতে।
রোববার দুপুরে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আরিফুল ইসলাম ওই ইশতেহার পাঠ করেন।
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য শুভ মোট ৫৫টি ব্রেইল কপি তৈরি করেছেন। ১২ দফা এই ইশতেহারে রয়েছে—“যত হাজার ভোট, তত হাজার গাছ” রোপণ কর্মসূচি, বিশ্ববিদ্যালয়ে ব্লাড ব্যাংক স্থাপন, হটলাইন সেবা চালু, পার্টটাইম কর্মসংস্থান সৃষ্টি, মেধাবী মিল, যৌন হয়রানি ও মাদকবিরোধী সেল, বন্যপ্রাণী সংরক্ষণ সেল, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, এবং প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো গঠনের প্রতিশ্রুতি।
এ ছাড়া ইশতেহারে মাতৃত্বকালীন উপস্থিতি নীতিমালা শিথিল, ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, সামাজিক অবক্ষয় ও জলবায়ু সংকট মোকাবিলায় সেমিনার আয়োজন, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতিমালা প্রণয়নের প্রস্তাবও রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রার্থী শুভ হোসেন বলেন, ‘চাকসু সবার জন্য—আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুরাও যেন এই নির্বাচনের আমেজের অংশ হতে পারেন, সেটাই আমার মূল লক্ষ্য।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন