নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বড়দিনের উৎসবে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জাচারি মনকাডাকে (৩১) আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) বোকা রাটন হাউজের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বড়দিনের উৎসবে গুলিবিদ্ধ ওই ব্যক্তি ও অভিযুক্তের মধ্যে গান বাজানোকে কেন্দ্র করে বিবাদের শুরু হয়। এক পর্যায়ে জাচারি মনকাডা গুলি চালায়। পরে ভুক্তভোগীর স্বজনরা তাকে উদ্ধার করতে এলো আরো কয়েকটি গুলি চালানো হয়। এক পর্যায়ে আহতের স্বজনরা হামলাকারীর অস্ত্র কেড়ে নেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর বিরুদ্ধে উচ্চস্বরে গান বাজানোর অভিযোগ স্পষ্ট নয়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও উত্তেজনাপূর্ণ আক্রমণের অভিযোগ আনা হয়েছে।
আইআই /সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন