ম্যানহাটনের মিডটাউনে একটি ৬০ তলা বহুতল ভবনের নয় তলা থেকে লাফিয়ে ২০১৯ সালের মিস ইউএসএ প্রতিযোগীতায় বিজয়ী চেলসি ক্রিস্ট (৩০) মারা গিয়েছেন। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে এটি আত্মহত্যা। রোববার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটি পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ৭ টার দিকে শহরের ৪২ নম্বর রাস্তায় অবস্থিত একটি ভবন থেকে একজন লাফিয়ে পড়ে নিহত হওয়ার খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে। পরে জানা যায় নিহত ব্যক্তি চেসলি ক্রিস্ট। তিনি ওই ভবনের ২৯ তলায় থাকতেন।
২০১৯ সালে চেলসি ক্রিস্ট উত্তর ক্যারোলিনার প্রতিনিধিত্ব করেছিলেন এবং মিস ইউএসএ ২০১৯ এর খেতাব জিতেছিলেন। মডেলের পাশাপাশি তিনি পেশায় একজন আইনজীবীও ছিলেন। তিনি উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনায় আইন নিয়ে পড়াশুনা করেন। সামাজিক ও ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের পক্ষে ছিলেন।
মিস ইউএসএ ২০১৯ হওয়ার পরে তিনি এক্সট্রা নামের একটি শোয়ের সংবাদদাতা হয়েছিলেন। তিনি মানসিক স্বাস্থ্যের বিষয়ে সোচ্চার ছিলেন। চেলসি অনেক সাক্ষাৎকারেও এ সম্পর্কে কথা বলেছেন।
মৃত্যুর আগে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছিলেন, ‘এই দিনটি আপনার জন্য স্বস্তি ও শান্তি নিয়ে আসুক’। পুলিশ তার বাড়ি থেকে যে সুইসাইড নোট পেয়েছে তাতে তিনি তার মা এপ্রিল সিম্পকিন্সের নামে সবকিছুর বলতে বলেছেন। তবে কেন তিনি আত্মহত্যা করলেন? এই বিষয়টি সুইসাইড নোটে লেখা নেই।
চেলসির উইনস্টন-সালেমের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল থেকে পড়াশোনা করেছেন। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন