চট্টগ্রাম: ভবন মালিকের অবহলোয় চট্টগ্রাম সিটির আকবর শাহ থানার কাট্টলী এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- সাজেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার (১ নভেম্বর) দিবাগত রাতে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, উত্তর কাট্টলী এলাকা থেকে আগুনে দগ্ধ ছয়জনকে ভোররাতে চমেক হাসপাতালে আনা হয়েছে। এরপর তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধদের মধ্যে মা সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’
এ দিকে, দগ্ধ হওয়া সন্তানদের বাবা জামাল শেখ গণ মাধ্যমকে বলেন, ‘আমি যখন রাতে ডিউটি শেষ করে বাসায় আসি তখন পরিবারের সদস্যরা প্রতিদিনই বলেন, ‘আব্বা গ্যাসের গন্ধ আসে।’ আমি বিষয়টি ভবন মালিককে অবহিত করি। কিন্তু তারা কিছু হবে না বলে উড়িয়ে দেন। আমার ছেলেরাও ভবন মালিককে বেশ কয়েক বার এ বিষয়ে অবহিত করেন। কিন্তু আগের মত জবাব দেন তিনি। একটু ব্যবস্থা নিলে আমার পরিবার বেঁচে যেত।’
চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে সবাই দগ্ধ হয়েছেন। এরপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন