চলমান ডেস্ক: বাংলাদেশসহ প্রায় ৯৬টি দেশ ভারতের করোনা টিকা ও টিকা প্রদান প্রক্রিয়ার সনদের পারস্পরিক স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার মনসুখ মান্দাভিয়া মঙ্গলবার (৯ নভেম্বর) বলেছেন, ‘ভারতীয় টিকা সনদের বিষয়ে ৯৬টি দেশের স্বীকৃতিদানের মাধ্যমে ভারতের টিকাদান প্রক্রিয়ার প্রতি সমর্থন প্রতিফলিত হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ পর্যন্ত করোনার বিরুদ্ধে আটটি টিকাকে জরুরি ব্যবহারের তালিকায় (ইইউএল) অন্তর্ভূক্ত করেছে, যার মধ্যে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড হচ্ছে ভারতীয় টিকা।
মন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার টিকা সনদের পারস্পরিক স্বীকৃতির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয়ভাবে অনুমোদিত টিকা গ্রহণকারীরা কোন ঝামেলা ছাড়াই বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে।’
যে ৯৬টি দেশ ভারতের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে- কানাডা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, ফিনল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন, ব্রাজিল, তুরস্ক, বুলগেরিয়া, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালি, ঘানা, সিয়েরা লিয়েন, অ্যাঙ্গোলা ও নাইজেরিয়া।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে, ভারতের করোনা টিকা গ্রহনকারীর সংখ্যা ১০৮ কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন