বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিরোনাম

ভার্জিনিয়ায় বাংলা সাহিত্য উৎসব-সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

বুধবার, জুলাই ২, ২০২৫

প্রিন্ট করুন

ভার্জিনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা। গত ৩০ জুন স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেল বলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য ছিল “কলমে, মননে ও কণ্ঠে”। ‘কবিতার সাথে’র কর্ণধার কবিতা দেলোয়ার ও দেলোয়ার হোসেন দম্পতি এবং স্থপতি আনোয়ারুল ইকবালের নেতৃত্বে তরুণদের এক দল এই আয়োজন সফল করেন। উৎসব উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

প্রধান অতিথিদের মধ্যে ছিলেন বাচিক শিল্পী ইকবাল বাহার চৌধুরী, রোকেয়া হায়দার, সরকার কবিরুদ্দিন, ব্যবসায়ী আনিস খান, ড. আবদুন নূর ও আনোয়ার ইকবাল কচি। উদ্বোধনী পর্বে বাংলা সাহিত্য উৎসবের পোস্টার উন্মোচন করা হয়। দিনভর নানা সাহিত্য, সঙ্গীত, নৃত্য ও আলোচনা পর্বে অংশ নেন মেট্রো ওয়াশিংটনের সাহিত্যপ্রেমী ও শিল্পীরা।

ছোটদের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য, ফটোগ্রাফি, প্রকাশনা ও সাহিত্যিক আড্ডা, সব মিলিয়ে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমুন্নত রাখার এক অনন্য উদ্যোগ হয়ে ওঠে এ উৎসব। কবিতা দিলাওয়ারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে স্বপ্নীল সজীবের সঙ্গীতে অনুষ্ঠান শেষ হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন