শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ভুয়া রোগী সেজে অর্থ আদায়ের চেষ্টা

সোমবার, এপ্রিল ৪, ২০২২

প্রিন্ট করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাল সনদ তৈরি করে করে সমাজ সেবা অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মো. নুর হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। 

সোমবার (৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। আটককৃত মো. নুর হোসেন চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

জানা গেছে, সে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অন্য এক কিডনি ও পোস্টেট ক্যান্সার রোগীর কাগজে তার স্ত্রী রেহেনা বেগম ও আপন ভাই মনজু হোসেনের নাম বসায়।  শুধু তাই নয় প্রতারক নুর হোসেন সে জাল কাগজে সমাজসেবা মন্ত্রী নুরুজ্জামানের সুপারিশ সাক্ষর করিয়ে এনে জেলা সিভিল সার্জনের অনুমতি সাক্ষর করার চেষ্টা করে। এ সময় কাগজপত্র পর্যালোচনা করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, জাল কাগজ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরেভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ডের সাজা দেয়।  

আকাশ/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন