শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ভূমিকম্পে কাঁপল ঢাকা

শুক্রবার, মে ৫, ২০২৩

প্রিন্ট করুন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত 1

সিএন প্রতিবেদন: রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এই ঘটনায় এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (০৫ মে) সকাল ৬টা নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন