বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬

শিরোনাম

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এই ডেলসি?

সোমবার, জানুয়ারী ৫, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলায় অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বসতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। সব ঠিক থাকলে আজ সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেবেন। ভারপ্রাপ্ত এই প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ ছিলেন ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে ডেলসিকে প্রায়ই মাদুরো ও তার স্ত্রীর পাশে দেখা গেছে। তিনি মাদুরোকেই ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেছেন এবং তার মুক্তির দাবি জানিয়েছেন।

ডেলসি পেশায় আইনজীবী ও কূটনীতিক। তিনি মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ৫৬ বছর বয়সী রদ্রিগেজ ছিলেন তার ঘনিষ্ঠ মহলের সদস্য।

গত শনিবার মাদুরোকে তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেলসি রদ্রিগেজের যোগাযোগ হয়েছে। ট্রাম্প দাবি করছিলেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চাইবে, তা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

তবে এই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিকভাবে রদ্রিগেজ প্রকাশ্যে বলেন, ভেনেজুয়েলা কখনোই ‘কোনো সাম্রাজ্যের উপনিবেশে’ পরিণত হবে না। এরপরই ট্রাম্প হুঁমকি ছুড়ে রেখেছেন, ‘যদি ডেলসি ভুল করে তবে পরিণতি মাদুরোর থেকেও খারাপ হবে।’

এরপরও রোববার অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে তুলনামূলকভাবে নরম সুরে কথা বলেন ডেলসি। ওই বৈঠকে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

তবে রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ডেলসি যদি সঠিক কাজ না করে, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত মাদুরোর চেয়েও বড়।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন