শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধর

সোমবার, জুলাই ১৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে ভোটকেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে রাস্তায় এনে ব্যাপক মারধর করা হয়েছে। মারধরকারীরা সকলে নৌকা প্রার্থীর সমর্থকের ব্যাজ পরে ছিলেন।

সোমবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ০৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে হিরো আলম একতারা মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে একটি নারী ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা পেছন থেকে হিরো আলমকে কেন্দ্র থেকে বেরিয়ে চলে যেতে বলেন। পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের বাহিরে নিয়ে যান। হামলাকারীরা তখনও হিরো আলমের পিছু নিতে থাকে।

স্কুল থেকে বের হয়ে সোজা ১৬ নম্বর সড়কের দিকে দ্রুত এগোতে থাকেন হিরো আলম। একপর্যায়ে পুলিশের উপস্থিতি না থাকায় হামলাকারীরা হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হিরো আলমের সঙ্গীরা তাঁকে মারধর থেকে বাচিয়ে সামনের দিকে নিয়ে যান। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালান। হামলাকারীরা তখনও ধাওয়া দিলে হিরো আলম একপর্যায়ে বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান।

হিরো আলমের উপর হামলার ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বিকাল ৪ টায় ভোট দেওয়া সম্পন্ন হওয়ার পর এখনও ভোট গণনা চলছে। নির্বাচন বিষয়ে ইসি মো. আলমগীর জানান, ভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আনুমানিক ১২-১৩ % ভোট পড়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন