শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

মঞ্চায়িত হলো নাটক ‘অপরিচিতা’

রবিবার, মার্চ ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: কল্যাণীর নিকট অনুপমের অব্যক্ত অনুভূতি ও অন্তর্নিহিত প্রেমের আবরণের মধ্য দিয়ে উত্তম পুরুষের জবানিতে তৎকালীন সমাজের কিছু কুসংস্কার ও যৌতুক প্রথার প্রতিচ্ছবি উঠে এসেছিলো রবি ঠাকুরের অন্যতম ছোট গল্প অপরিচিতায়।

গল্পের প্রধান চরিত্র অনুপম প্রচলিত নিয়ম আর পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজো মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্নে শিশুমাত্র। তার বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেন কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্তে।পরে অনুপম আর কল্যাণীর এক অনিশ্চিত যাত্রার মধ্যে নাটকের শেষ দৃশ্য নির্মাণ করা হয়।

এরূপ বর্তমান সমাজেও প্রচলিত রয়েছে যৌতুক প্রথাসহ বেশ ভয়ানক অপসংস্কৃতি। চিরাচরিত নিয়মানুযায়ী এখনো মেয়ে সম্প্রদানের নামে চলছে বিয়ে নামের প্রহসন। এতে করে এক পক্ষ শোষিত হয় অন্য পক্ষের দ্বারা।

এমন একটি নির্মম বাস্তব প্রেক্ষাপট অবলম্বনে মঞ্চায়িত হলো নাটক ‘অপরিচিতা’। গত বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জিয়া হায়দার স্টুডিওতে এ নাটক মঞ্চায়ন করা হয়।

চবি শিক্ষার্থী গিয়াস উদ্দিনের নাট্যরূপ, আবহ সংগীত ও নির্দেশনায় এতে অভিনয় করেন তানভীর,পুণ্য,তৌহিদ,সাগর,মাসুম,ওয়াফা,সুজন,রবিউল, লাবন্য।

এতে বিচারকের ভূমিকায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ও অসীম দাস। এছাড়া হলজুড়ে ছিলো অসংখ্য দর্শক-শ্রোতা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন