শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

মতানৈক্য দূর করে জামায়াতের সঙ্গে বসতে চায় চরমোনাই

শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মতানৈক্য দূর করে একই আদর্শের দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এই আহ্বান জানান।

চরমোনাই পীরের ভাই বলেন, ‘নৈতিক আদর্শের মিল না থাকলে ঐক্য হয় না। এটা চমৎকার সুযোগ। অনৈতিক লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। ঐক্য হতে হবে টেকসই, যেটা ভাঙবে না, ফাটল ধরবে না।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমি জামায়াতকে বলবো, আপনারা যদি মনে করেন আমাদের কোনোরকম বুঝিয়ে-শুনিয়ে এই নির্বাচনী তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন। মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। যেই ঐক্য কেউ ভাঙতে পারবে না।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন