শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ময়েশ্চারাইজিং শাওয়ার জেল; শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বিদায় বলুন

শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২

প্রিন্ট করুন

লাইফস্টাইল প্রতিবেদক: শীতকালে খুব সাধারণভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এ সময়ে ত্বকের প্রয়োজন অতিরিক্ত যত্ন। কিন্তু উইন্টার স্কিনকেয়ার রুটিনে কোন কোন প্রোডাক্টস দরকার আর কীভাবে কম সময়েই ত্বকের যত্ন নেয়া যায়, সেটা অনেকেই বুঝতে পারেন না। আর চিন্তা নেই! এ শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বিদায়! কম বাজেটে উইন্টার স্কিনকেয়ার অ্যাসেনশিয়ালসের লিস্ট, দেখে নিন তাহলে।

এ শীতে ত্বক থাকুক যত্নে: ঠান্ডার মধ্যে রূপচর্চা করতে অলসতা লাগে। কিন্তু শীতকালে মুখে ময়েশ্চারাইজার বা ক্রিম না অ্যাপ্লাই করলে তো স্কিন একদম ড্রাই ও রাফ হয়ে যায়। আর গোসলের পর শরীরে লোশন বা অয়েল না লাগালেই নয়! তাই অন্য সিজনে ত্বকের যত্ন না নেয়া হলেও শীতকালে কিন্তু নিয়ম করেই সবাই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে। এমনকি ছেলেরাও! আসলে কেউই তো চাইবে না যে স্কিন রুক্ষ-শুষ্ক দেখাক।

এ ঋতুতে ত্বকের যত্নে কী কী প্রয়োজন- ময়েশ্চারাইজিং শাওয়ার জেল; বডি লোশন; অলিভ অয়েল; ক্লেনজার; হাইড্রেটিং টোনার; ময়েশ্চারাইজার; লিপবাম

কম বাজেটে উইন্টার স্কিনকেয়ার: সীমাবদ্ধ বাজেটে কীভাবে প্রোপারলি স্কিন ও বডি কেয়ার করা যায়, সেটা অনেকেই জানতে চান। যে প্রোডাক্টগুলো সাজেস্ট করব সেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি।

ময়েশ্চারাইজিং শাওয়ার জেল: শীতকালে গোসল করতে একটু অনীহা লাগে সকলেরই। কিন্তু ত্বককে সঠিকভাবে পরিস্কার রাখতে ও সুস্থ থাকতে কুসুম গরম পানি দিয়ে রেগুলার শাওয়ার নেয়া উচিত। যেহেতু এ ঋতুতে স্কিন ড্রাই ও রাফ হয়ে যায়। তাই আপনার প্রয়োজন এমন একটি শাওয়ার জেল; যা স্কিনকে ক্লিন করার পাশাপাশি নারিশমেন্টও প্রোভাইড করবে। রাজকন্যা ময়েশ্চারাইজিং শাওয়ার জেল হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। ৩৩০ মিলিলিটার পরিমাণের এ শাওয়ার জেল পেয়ে যাচ্ছেন একদম কম দামে। এতে আছে আরগান অয়েল ও রোজ এক্সট্র্যাক্ট যা স্কিনের ময়েশ্চার লক করে ও প্রতি বার শাওয়ারে আপনাকে দেয় রিফ্রেশিং ফিলিং। এতে প্যারাবেন ও অ্যালকোহল নেই, তাই ব্যবহার করুন নিশ্চিন্তে। এছাড়াও কম দামে নিভিযা ফিমেইল শাওয়ার জেল ফ্রানজিপানি অ্যান্ড ওয়েল, ডাভ ডিপলি ময়েশ্চারাইজিং বডি ওয়াশ, পালমোলিভ লিমিটেড এডিশন চিয়ারফুল স্মাইল শাওয়ার জেল ব্যবহার করতে পারেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন